WEST BENBAL

*      আয়তন- ৮৮,৭৫২ বার্গ কিলোমিটার ।
*      জনসাংখ্যা- ২০০১ সালের আদম অনুসারে পশ্চিমবঙ্গের জন সংখ্যা  প্রায় ৮ কোটি ২ লখ্য ২১ হাজার ১৭১ জন ।
*      বিখ্যাত নদী- গঙ্গা , এই নদীর উৎস হল গঙ্গোত্রি হিমবাহ এর শাখা ও উপনদী গুলি হোল পদ্মা , মাথাভাঙা , মাতলা , ইচ্ছামতী । এই নদীর উপর মুর্শিদাবাদ জেলায় ফারাক্কা বাঁধ অবস্তিত , দৈর্ঘ্য ১৮৯৮ মিটার ।
*      সর্বোচ্চ পর্বত শৃঙ্গ সান্দাকুফু এটি দার্জিলিং ও নেপাল সীমান্তে অবস্থিত এর উচ্চাতা হল ৩,৬৩৬ মিটার । এছাড়া আর কয়েকটি পাহাড় হল বীরভূমের মামা-ভাগ্নে পাহাড় উচ্চাতা ১০০ মিটার ও দার্জিলিং এর ঘুম পাহাড় উচ্চাতা ২,৩০০ মিটার ।
*      ফসল- পশ্চিমবঙ্গের প্রধান ফসল ধান, মোট কৃষিজমির ৭৫ শতাংশ অংশে ধান চাষ হয় । উৎপাদনে বর্ধমান প্রথম ও হুগলী দ্বিতীয় । চা উৎপাদনে ভারতে দ্বিতীয় পশ্চিমবঙ্গ ।
*      খনীজ- খনীজের মধ্যে কয়লা পাওয়া যায় বার্ধমানের রানীগজ্ঞ ও আসানসোলে ।
*      বন ও অভয়ারান্যের নাম পশ্চিমবঙ্গের মোট আয়তনের প্রায় ১৩.৪ শতাংশ স্থান বনভূমি , প্রায় ১২,০০০ বর্গ কিলোমিটার অঞ্চল বনভূমির অন্তরগত । পশ্চিমবঙ্গের অভয়ারন্যের নাম গুলি হল- সুন্দরবন এটি দঃ ২৪ পরগনা জেলায় অবস্তিত সাংরখিত বন্য প্রাণী হল রয়্যাল বেঙ্গল টাইগার , হরিণ । জলদাপাড়া এটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত  সাংরখিত বন্য প্রাণী হল একশৃঙ্গ গণ্ডার , কাকর-হরিণ , বরাহ-হরিণ , সম্বর ।
*      পশ্চিমবঙ্গের ১৯ টি জেলার নাম হোল (১) বাঁকুড়া (২) বর্ধমান (৩) বীরভূম (৪) কলকাতা (৫) দার্জিলিং (৬) হাওড়া (৭) হুগলি (৮) জলপাইগুড়ি (৯) কোচবিহার (১০) মালদা (১১) পুর্ব মেদিনীপুর (১২) পশ্চিম মেদিনীপুর (১৩) মুর্শিদাবাদ (১৪) নদীয়া (১৫) পুরুলিয়া (১৬) উত্তর ২৪ পরগনা (১৭) দক্ষিণ ২৪ পরগনা (১৮) উত্তর দিনাজপুর (১৯) দক্ষিণ দিনাজপুর ।                                                   

No comments:

Post a Comment

Comment Me

REGISTER YOUR NAME -

About Amit Ghar

My photo
THIS IS EDUCATIONAL SITE hi! my name is Amit Ghar , From West Bangal , Comment me posted , My Mobile no-09749185278 , Email- toamitghar@ibibo.com ,